না, ইসলামে বিবাহ ছাড়া ছেলে এবং মেয়ের একসঙ্গে বসবাস করা সম্পূর্ণ হারাম এবং এটি ব্যভিচারের শামিল। ইসলামে বিবাহ হলো নারী ও পুরুষের মধ্যে একটি পবিত্র এবং আইনসম্মত চুক্তি, যা তাদের জন্য হালাল উপায়ে পরস্পরের সাথে মেলামেশা এবং পারিবারিক জীবন গঠনের অনুমতি দেয়। বিবাহ বহির্ভূত যেকোনো সম্পর্ক বা একসঙ্গে বসবাসকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
কুরআন ও হাদিসে ব্যভিচারের নিকটবর্তী হওয়া থেকেও নিষেধ করা হয়েছে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, "তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পন্থা।" (সূরা বনী ইসরাঈল, ১৭:৩২)। বিবাহ ছাড়া একজন ছেলে ও মেয়ের একসঙ্গে থাকা সরাসরি ব্যভিচারের দিকে নিয়ে যেতে পারে, এমনকি যদি তাদের মধ্যে শারীরিক সম্পর্ক নাও হয়। কারণ, এটি ফিতনা (বিশৃঙ্খলা ও প্রলোভন) তৈরি করে এবং সমাজের নৈতিক কাঠামোকে দুর্বল করে দেয়।
ইসলামে নারী ও পুরুষের মধ্যে অবৈধ মেলামেশা রোধ করার জন্য কঠোর নীতিমালা রয়েছে। মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) ব্যতীত কোনো গায়রে মাহরাম নারী ও পুরুষ একে অপরের সাথে নির্জনে একাকী হতে পারবে না। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যখন কোনো পুরুষ ও নারী নির্জনে একত্রিত হয়, তখন তাদের তৃতীয়জন হয় শয়তান।" (তিরমিযী)। বিবাহ ছাড়া একসঙ্গে বসবাস এই নীতিমালার সরাসরি লঙ্ঘন।
ইসলাম একটি পবিত্র ও পরিচ্ছন্ন সমাজ চায়, যেখানে পারিবারিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে এবং সন্তানরা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্মগ্রহণ করবে। অবৈধ সম্পর্ক বা লিভ-ইন সম্পর্ক সমাজে নানা ধরনের অনৈতিকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা ব্যক্তিগত জীবন এবং সামাজিক বন্ধন উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। তাই, ইসলামে ছেলে ও মেয়েদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একসঙ্গে বসবাস করার কোনো সুযোগ নেই। পবিত্রতা ও শালীনতা বজায় রাখার জন্যই এই বিধান আরোপ করা হয়েছে।
Comments
Post a Comment